আবুধাবীস্থ বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবস পালন

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২ 330 views
শেয়ার করুন

যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মাধ্যমে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। সকালে দূতাবাস প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন দেশটিতে বাংলাদেশের পতাকাবাহী প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে। পরে দূতাবাসের মিলানায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে দেশ থেকে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণি পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা। অনুষ্ঠানে দেশ ও বঙ্গবন্ধু শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হয়।

পরে রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর’র সভাপতিত্বে শ্রম কাউন্সিল লুৎফুন নাহার নাজিমের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইফতেখার হোসাইন বাবুল, আমিরাত বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, পরিষদের সাধারণ সম্পাদক নাছির তালুকদার, আশিষ বড়ুয়া, জাকের হোসেন জসিম সহ আরো অনেকে বক্তব্য করেন।

পরে বঙ্গবন্ধু সহ দেশ মাতৃকার টানে যারা শহিদ হয়েছেন ও নানা অবদান রেখেছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।