আবুধাবীস্থ বাংলাদেশ দূতাবাসে বঙ্গমাতার জন্মদিনে আলোচনা

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২২ 320 views
শেয়ার করুন

বাংলাদেশ দূতাবাস আবুধাবির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে ও দূতাবাসের কাউন্সিলার (লোকাল) লুৎফুন নাহার নাজিমের পরিচালনায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতির বক্তব্যে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর বলেন, বেগম ফজিলাতুন নেসা ছিলেন এক মহিয়সি নারী। জাতির পিতার সকল দুর্দিনে তিনি ছায়া হয়ে পাশে ছিলেন। জাতির দুর্দিনে মমতাময়ী এ মা জাতির পাশে ছিলেন আলোক রশ্মির মত। তাই যুগে যুগে মহিয়সি নারীর উদাহরণ হিসেবে তিনি বেঁচে থাকবেন।

এতে বক্তব্য রাখেন দুতাবাসের মিশন উপ-প্রধান মিজানুর রহমান, প্রথম সচিব সাইফুল ইসলাম, তৃতীয় সচিব মাহাজারুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবির সভাপতি ইফতেখার হোসেন বাবুল, বাংলাদেশ সমিতি ইউএই সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, সহ- সভাপতি শওকত আকবর, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তালুকদার, জনতা ব্যাংকের ম্যানজার খন্দকার মোখলেসুর রহমান, বিমানের ষ্টেশন ম্যানেজার সাইফুল্লাহ, প্রকৌশলী আশীষ বডুয়া, সৈয়দ লুৎফর রহমান প্রমুখ।