মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য

রেজাউল করীম রেজাউল করীম

ইসলামি সংগীত শিল্পী

প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০২২ 217 views
শেয়ার করুন

কোনো মানুষের পক্ষে পৃথিবীতে একা বাস করা সম্ভব না। বিভিন্ন প্রয়োজনে একে- অপরের সাহায্য লাগে। মানুষের জন্য কিছু করার মধ্যে আনন্দ ও তৃপ্তি আছে। যা সবকিছুর চেয়ে আলাদা।

মানুষ সারা জীবন তাকেই মনে রাখে যিনি মানুষের জন্য কিছু করেন। একটি সুন্দর স্বপ্ন হতে পারে, মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা ও সহযোগিতার সৌন্দর্য উপলব্ধি করা। দাঁড়াতে পারি বিপদে মানুষের পাশে এবং পারি মানবতার পাশে এসে সাহায্যের হাত প্রসারিত করতে।মানুষের পাশে দলমত, ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার এগিয়ে আসা জরুরি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অত্যাচার, অনাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর। তিনি ‘সর্বহারা’ কাব্যগ্রন্থের ‘কান্ডারী হুশিয়ার’ কবিতায় লিখেছেন, ‘হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোন জন? কাণ্ডারি! বল, ডুবিছে মানুষ, সন্তান মোর মার।’ সাধ্যমতো মানবসেবায় নিজেকে উৎসর্গ করা ধর্ম ও মানবিকতার দৃষ্টিতে অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ। সাহায্য করা অনেক ভাবেই হতে পারে। কথা দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, সঙ্গে থেকেও সাহায্য করা যায়। সংকটে ও বিপদে মানুষ মানুষকে সাহায্য করতে হবে। না হলে মানব জন্ম অনেকটাই অসম্পূর্ণ থেকে যাবে। মানব জীবনের সম্পূর্ণতা আর তৃপ্তির প্রয়োজনে মানুষের জন্য কিছু করা দরকার। আজ দুঃখ ভারাক্রান্ত মনে আক্ষেপ করতে হয়, ‘হে মানুষ তুমি আবার মানুষ হও’।  আসুন, মানুষের উপকারে নিজেকে আত্মনিবেদন করি। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যদি একটি প্রাণ বাঁচে; একজন মানুষ বাঁচার স্বপ্ন দেখে, তাতে হয়তো আমাদের জীবনের স্বার্থকতা খুঁজে পাওয়া হবে মহাআনন্দের এবং সুখের। জয় হোক মানুষের, জয় হোক মানবতার।

রকিব আল মাহমুদ

সভাপতি,আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) সিলেট বিভাগ