পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সাভার মডেল থানা পুলিশের আনন্দ শোভাযাত্রা

তপু ঘোষাল তপু ঘোষাল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২২ 213 views
শেয়ার করুন

“আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু” এ স্লোগান নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীর ঢাকা জেলার সাভার মডেল থানা পুলিশের আয়োজনে ২৫ শে জুন শনিবার সন্ধ্যায় স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এরপর অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম এর নেতৃত্বে সাভারের আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। সাভার মডেল থানা থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সাভার মডেল থানা অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের জনগণের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে দ্বিতীয় বারের মতো বড় একটা জয়ের সূচনা হলো। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেই সম্ভব এমন কঠিন স্বপ্নকে বাস্তবে পরিণত করতে।

এ সময় আরও বক্তব্য রাখেন সাভার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুর আলম রাজীব, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল গনি। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, আশুলিয়া আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, সাভারের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ জেলা-উপজেলায় অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মার সেতুর শুভ উদ্বোধনের অনুষ্ঠানটি প্রজেক্টরের মাধ্যমে সকলে সরাসরি উপভোগ করেন।