অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে সাংবাদিক ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন

“আসুন অসহায় মানুষের পাশে দাড়াই” এই শ্লোগান কে সামনে রেখে ঢাকা জেলার সাভারের সাংবাদিক ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে সিলেট বিভাগে বন্যার্তদের জন্য ত্রান সহায়তা পৌছে দিচ্ছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এবং সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।
ত্রান সামগ্রী মধ্যে রয়েছে-চিড়া, গুড়, বিস্কুট, গুড়া দুধ, মোমবাতি, দিয়াশলাই, খাবার স্যালাইন এবং ঔষধ।
এ সকল ত্রান সামগ্রী বন্যার্তদের মাঝে পৌছে দেওয়ার জন্য সেচ্ছাসেবী এবং পানিবন্দী হয়ে পড়া মানুষের সহযোগীতায় ছয়টি নৌকা প্রদান করা হয়েছে।