দুবাইয়ে আসাদ উদ্দিন আহমদ সংবর্ধিত

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, মে ৮, ২০২২ 361 views
শেয়ার করুন

অন্যদেশের মানুষ দুবাই থেকে যখন খুব দ্রুত পাসপোর্ট পাচ্ছে তখন বাংলাদেশিরা ই পাসপোর্ট পেতে ভোগান্তি পোহাতি হচ্ছে। দেশের চলমান অগ্রগতি অব্যাহত রাখতে প্রবাসের এ সেবা দ্রুত করার দাবি জানিয়েছেন দুবাই প্রবাসিরা। দুবাইয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আসাদ উদ্দিন আহমদের সংবর্ধনায় এ দাবি জানান তারা। এ সময় বিমানের অসহনীয় টিকেট মূল্য নিয়ন্ত্রণ এবং বিমানবন্দরে হয়রানি বন্ধের আহবান করেন প্রবাসিরা। এ ছাড়া দেশের অন্যান্য বিমানবন্দরের মতো সিলেট থেকেও বেসরকারি ফ্লাইট পরিচালনার দাবি করেন তারা।

শনিবার দুবাইয়ের আল আয়ীর এলাকায় দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত জকিগঞ্জ ও কানাইঘাটবাসি। আয়োজক কমিটির আহবায়ক হারুন রশীদের সভাপতিত্বে ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি জি এম জায়গীরদারের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এডভোকেট মস্তাক আহমদ পলাশ।

রাহেল আহমদের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাত্তর টিভির সাংবাদিক ও বায়ান্ন টিভির সিইও লুৎফুর রহমান।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আগত এডভোকেট ফুরাহিম হোসেন, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ইউএই কেন্দ্রীয় কমিটির সভাপতি সিআইপি আব্দুল করিম, পৃষ্ঠপোষক নজরুল ইসলাম চৌধুরী, প্রধান উপদেষ্টা বদরুল ইসলাম চৌধুরী, উপদেষ্টা মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপদেষ্টা আব্দুল লতিফ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, সালেহ আহমদ তালুকদার, জুবের আহমদ, আব্দুর রউফ সোহেল, মাহমুদ রশীদ, দোলোয়ার হোসেন এনাম সহ আরো অনেকে।

এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আগত হারুনুর রশীদ, মাহবুব আহমদ, সুলেমান মেম্বারসহ আরো অনেকে।

এ সময় অতিথিদের সম্মানে পুষ্পস্তবক প্রদান করেন মিছবা আহমদ, বকুল আহমদ, কামরুল ইসলাম, হোসেন আহমদ, দেলোয়ার হোসেন, গোলাম মোস্তাফা, রাহেল আহমদ, কামাল আহমদ, খায়ের আহমদ, সোহেল আহমদ, জাহেদ আহমদ। অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন জকিগঞ্জের সন্তান আবুল কালাম আজাদ ও মোস্তাফিজুর রহমান চৌধুরী।

পরে সদ্যপ্রয়াত সাবেক অর্থমন্ত্রী সিলেটের কৃতীসন্তান আবুল মাল আব্দুল মুহিত এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিবেশন করেন মাওলানা সাদিকুর রহমান চৌধুরী।