বিবিএফের তেলাওয়াতে কোরআন প্রতিযোগিতা সম্পন্ন

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, মে ১, ২০২২ 470 views
শেয়ার করুন

প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি প্রজন্মকে পবিত্র কোরআনের বাংলা অনুবাদ সহ পড়ার সুযোগ দিলে তাদের আদর্শ জীবন গঠনে সহায়ক হবে। একই সাথে এসব কোরআন প্রতিযোগিতা কমিনিটিতে মাইলফলক ভূমিকা নেবে। আমিরাতের আজমানে বাংলাদেশ বিজনেস ফোরাম বিবিএফ এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব বলেছেন বাংলাদেশের কন্সাল জেনারেল বি এম জামাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

শনিবার আজমানের স্পাইস হাউস রেস্টুরেন্টে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামাল হোসাইন সুমন। মোহাম্মদ ইসমাইল ও নাজমুল হকের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিবিএফ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবি ওবায়দুল হক ও সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম শামীম। স্বাগত বক্তব্য রাখেন প্রতিযোগিতার যুগ্ম আহবায়ক কাজী ইসমাইল।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি দুবাইয়ের সভাপতি অধ্যাপক আব্দুস সবুর, বাংলাদেশ সমিতি শারজাহের ভারপ্রাপ্ত সভাপতি ও বায়ান্ন টিভির ডিরেক্টর শাহাদাত হোসেন, বাংলাদেশ সমিতি ফুজাইরাহের সভাপতি তপন সরকার, বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র রাস আল খাইমার সভাপতি ড. আবুল ফজল, কমিউনিটি নেতা জসিম উদ্দিন মল্লিক, বৃহত্তর ফরিদপুর সমিতির সভাপতি বুলবুল আহমদ মুকুল, মিরসরাই সমিতির সভাপতি মাজহার উল্লাহ মিয়া, ফুজাইরাহ কমিউনিটি নেতা জাহেদ হাসান, বিশিষ্ট ব্যবসায়ি সারওয়ার হোসেন, ব্যবসায়ি মেজবাহ উদ্দিন গাজী, বাংলাদেশ স্পোর্টস ক্লাব, ইউ এ ইর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মাহমুদ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চট্টগ্রামের প্রভাষক ড. আশিকুর রহমান, বিবি এফ উপদেষ্টা ইব্রাহিম আফ্লাতুন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী মাহবুবুর রহমান মঞ্জু, বিবিএফ এর সহ সভাপতি মনসুর খলিল।

এ সময় আরো বক্তব্য রাখেন , মনোয়ার হোসেন মাসুম, আহসান হাবীব, আয়াব্দুস সাত্তার, মোহাম্মদ আব্বাস সহ আরো অনেকে।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলো আমিরাত সংবাদ।

অনুষ্ঠানে শতাধিক শিশু কিশোর অংশ নেয়। উদ্বোধনী এবং গ্রান্ড ফিনাল সরাসরি হলেও বাকি পর্ব অনলাইনে পচিালিত হয়। সিনিয়র গ্রুপে প্রথম ইসমাইল মাহমুদ এবং জুনিয়র গ্রুপে প্রথম হবার গৌরব অর্জন করে সাফা কামাল।