শারজাহে ইয়ারা ইন্টারন্যাশনালের ১৩ তম শাখার উদ্বোধন

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৩:৩৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২২ 553 views
শেয়ার করুন

ইউরোপ আমেরিকার বাজার জয় করে মধ্যপ্রাচ্যের বাজারও এখন বাংলাদেশি তৈরী পোষাকের দখলে। বাংলাদেশ সরকার এবং ব্যবসায়িরা একযোগে কাজ করলে এ বাজারে আরো বেশি বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। আমিরাতের শারজাহে বাংলাদেশি মালিকানাধানীন ইয়ারা ইন্টারন্যাশনাল এর ১৩ তম শাখা উদবোধন কালে এ কথা বলেছেন বক্তারা।

বৃহস্পতিবার শারজাহের আল হুদাইবিয়া রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় এর ফিতা কেটে উদবোধন করেন আজমান রাজ পরিবার সদস্য শেখ আহমেদ হুমায়েদ বিন রাশেদ। এ সময় তিনি বাংলাদেশি পোষাকের প্রশংসা করেন।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কেরানীগঞ্জের বাসিন্দা মতিউর রহমান আনোয়ার জানান, আমেরিকা, ইউরোপ, সৌদি আরব, কুয়েত, কাতারসহ নানা দেশে ১৩ টি শাখা রয়েছে।

এ প্রতিষ্ঠান বাংলাদেশিদের দেশি পোষাকের স্বাদ বিদেশে দেবে বলে জানান প্রতষ্ঠানের স্বত্বাধিকারীর সহধর্মীনী ফারজানা নাসরিন বিথী।

এ প্রতিষ্ঠানে অর্ধশত বাংলাদেশির কর্মসংস্থান তৈরী হয়েছে বলে জানান প্রবাসি হুমায়ূন কবীর।

৪৫ হাজার বর্গফিটের এ প্রতিষ্ঠানে শিশু, নারী, পুরুষসহ সকলের পোষাক এবং ফ্যাশনের যাবতীয় পণ্য পাওয়া যাবে।