আমিরাতে ২০০০ প্রবাসিকে ইফতার

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২২ 503 views
শেয়ার করুন

আমিরাতে ২০০০ প্রবাসিকে ইফতার বিতরণ করেছে বাংলাদেশি ব্যবসায়িদের সংগঠন শারজাহ ইউজড কার এন্ড অটো স্পেয়ার পার্টস এসোসিয়েশন। শুরু থেকে এ সংগঠন অসহায় প্রবাসিদের পাশে থেকে কাজ করে আসছে। সোমবার শারজাহের শিল্প এলাকায় এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন

সাধারণ সম্পাদক আমিনুল হকের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি দুবাইয়ের সভাপতি অধ্যাপক আব্দুস সবুর। বিশেষ অতিথি ছিলেনবাংলাদেশ সমিতি শারজাহের সভাপতি আলহাজ এম এ বাশার, লায়ন নজরুল ইসলাম, মনসুর সবুর, প্রকৌশলী মহিউদ্দিন ইকবাল, আবুল কাশেম, আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম রূপু, ইমাম হোসেন জাহিদ পারভেজ সহ আরো অনেকে।

এ সময় সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ শহিদ, নুরুল আবসার, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ ইলিয়াস, আবু বকর, আব্দুল মান্নান, মীর কামাল, বদিউল কামাল, মোহাম্মদ সাইফুল, মোহাম্মদ জয়নাল, নুরুল কাদের সহ আরো অনেকে।

এ সময় বিশেষ কোরআনে খতম পাঠ করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিবেশন করা হয়।

করোনাকালিন সময়েও এ সংগঠন প্রবাসিদের খাদ্য সহায়তা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে আসছে। আগামি এ ধারা অব্যাহত থাকবে বলে তারা জানান। এ সময় তারা অন্যান্য সামাজিক সংগঠনকে এই ধারায় কাজ করার আহবান জানান।