আমিরাতে সিলেট বিভাগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২২ 928 views
শেয়ার করুন

ভাষা আন্দোলনে সিলেটের পুরুষের সাথে নারীরাও এগিয়ে ছিলেন। পৃথিবীর নানাদেশের উপভাষা থাকলেও অনেকের বর্ণলিপি নেই। সিলেটের উপভাষার রয়েছে নিজস্ব বর্ণলিপি। সংযুক্ত আরব আমিরাতের শারজাহে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আরব আমিরাত শাখার উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্য আলোচনা সভায় এসব বলেছেন বক্তারা।

শারজাহের একটি রেস্তোরায় এ উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী আব্দুর রব। সংগঠনের সাধারণ সম্পাদক ছালেহ আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কো চেয়ারম্যান ও আমিরাতের সমন্বয়ক আলহাজ্ব জাওয়াদুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে শেখ লুৎফুর রহমান, হীরা মিয়া, শেখ মুহিবুর রহমান, কাছা উদ্দিন কাছা, রহমত আলী শোয়েব, নজরুল ইসলাম, হেলাল আহমদ।

সময় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক প্রকৌশলী আব্দুল কাইয়ূম। ভাষা আন্দোলনে সিলেট বিষয়ে বক্তব্য রাখেন সংগঠনের তথ্য ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক লুৎফুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন যথাক্রমে যুগ্ম সম্পাদক মো. শাহজাহান, সহ সাংগঠনিক সম্পাদক কবীর উদ্দিন, সহ প্রচার সম্পাদক আলী আসকর সহ আরো অনেকে।

অনুষ্ঠানে শিশুেদের চিত্রাংকন ও কবিতা আবৃতি প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন অতিথিরা। এর আগে বাংলাদেশ সমিতি শারজাহের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের সকল সদস্যরা।