সুনামগঞ্জে ১৭ ইউপির ১৫ টিতেই আ’লীগ প্রার্থীর পরাজয়

মাহবুব জয়নুল মাহবুব জয়নুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০২১ 360 views
শেয়ার করুন

সুনামগঞ্জের দুই উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাত্র দুটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। বাকি ১৩টিতে স্বতন্ত্র এবং দুটিতে জাতীয় পার্টির প্রার্থী বিজয়ী হয়েছেন।

 

এর মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার নয়টি ইউনিয়নে সাত স্বতন্ত্র প্রার্থী এবং জাতীয় পার্টির দুই প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

 

বিজ্ঞাপন:

 

 

জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নে রশিদ আহমদ (লাঙল) এবং গৌরারং ইউনিয়নে মো. শওকত আলী (লাঙল) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুরমা ইউনিয়নে আমির হোসেন রেজা (চশমা), কুরবান নগর ইউনিয়নে আবুল বরকত (মোটরসাইকেল), লক্ষণশ্রী ইউনিয়নে আব্দুল ওয়াদুদ (আনারস), কাঠইর ইউনিয়নে শামছুল ইসলাম (খেজুর গাছ), মোহনপুর ইউনিয়নে মঈনুল হক (মোটরসাইকেল), মোল্লাপাড়া ইউনিয়নে নুরুল হক (আনারস), রঙ্গারচর ইউনিয়নে মো. আব্দুল হাই (মোটরসাইকেল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

 

সুনামগঞ্জ সদর উপজেলা নিবার্চন কর্মকর্তা উত্তম কুমার রায় ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

এদিকে জেলার শান্তিগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী এবং ছয় স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তারা হলেন- পশ্চিম পাগলা ইউনিয়নের জগলুল হায়দার (নৌকা), পূর্ব বীরগাও রিয়াজুল ইসলাম রাইজুল (নৌকা), পাথারিয়া ইউনিয়নে শহীদুল ইসলাম (ঘোড়া), পূর্ব পাগলা ইউনিয়নে মুশুক মিয়া (আনারস), শিমুলবাক ইউনিয়নে শাহিনুর রহমান (আনারস), জয়কলস ইউনিয়নে আব্দুল বাছিক সুজন (ঘোড়া), দর্গাপাশা ইউনিয়নে সুফি মিয়া (চশমা), পশ্চিম বীরগাঁও ইউনিয়নে লুৎফুর রহমান জায়গীরদার খোকন (চশমা)।

 

শান্তিগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলাম ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।