আজমানে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সংবর্ধনা

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২১ 513 views
শেয়ার করুন

বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বের অনেকজাতিও ধারণ করে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে প্রবাসের সকল নেতাকর্মীকে একযোগে কাজ করতে হবে। আমিরাতের আজমানে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি তাহমিনা আক্তার পপির সংবর্ধনায় এসব বলেছেন বক্তারা। এ সময় বক্তারা আরো বলেন, অনুপ্রবেশকারীদের ব্যাপারে সচেতন থাকতে হবে এরাই দেশের অগ্রগতি রোধ করতে চায়।

বৃহস্পতিবার আজমানের একটি রেস্তোরায় এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ড. আবুল ফজল। আমিরাত শাখার সাধারণ সম্পাদক জাফর চৌধুরীর পরিচালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কৃষিবীদ ড. জাফর ইকবাল।

বিশেষ অতিথি ছিলেন শারজাহ্ বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবু জাফর চৌধুরী,বাংলাদেশ সমিতির সারজার সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গণি চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইব্রাহিম ওসমান আফলাতুন, বাংলাদেশ বিজনেস ফোরাম আমিরাতের সভাপতি মাহবুবুর রহমান মানিক সিআইপি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সহ-সভাপতি শাফায়েত শিকদার।

এছাড়া আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন সুমন, রাস আল্ খাইমাহ বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি জসিম উদ্দীন মল্লিক, বৃহত্তর চট্টগ্রাম সমিতির সভাপতি আরশাদ হোসেন হিরো, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত শাখার সভাপতি মোঃ আলমগীর হোসেন, দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম মইল, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান, জাবেল সিনা মেডিকেলের পরিচালক আসগর চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউ এই যুগ্মসাধারণ সম্পাদক মুহাম্মদ বাশার, যুগ্মসাধারণ সম্পাদক কফিল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর ফারুক, মহিলা বিষয়ক সম্পাদিকা নিশাত জাহান চৌধুরী নিসু, শারজাহ্ বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সভাপতি আবু বকর সিদ্দিক, ওম আল কোয়াইন এর সভাপতি আবুল কালাম আজাদ, রাসআল খাইমার সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন মল্লিক, যুগ্মসাধারণ সম্পাদক নুরুল আলম সংযুক্ত আরব আমিরাতের অবস্থানরত প্রায় দেড় শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের অবস্থানরত প্রায় দেড় শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন