ব্রয়লার মুরগির দাম এখনও চড়া প্রতি কেজিতে ৫০/৬০ টাকা বেড়েছে

মাহবুব জয়নুল মাহবুব জয়নুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২১ 368 views
শেয়ার করুন

বাজারে ব্রয়লার মুরগির দাম এখনও চড়া। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮৫ থেকে ১৯০ টাকা, সোনালি মুরগি ৩০০ থেকে ৩২০ এবং দেশি মুরগি ৫০০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। 

 

আগের মতোই ডিমের ডজন ১০৫ থেকে ১১০ টাকা। আগে থেকে বেড়ে যাওয়া দামে বিক্রি হচ্ছে চিনি, মসুর ডাল, চাল, আটা-ময়দা। মসলা জাতীয় অন্যান্য পণ্যের দামও কিছুটা বাড়তি।

 

 

নাগালের বাইরে শীতের সবজি

 

এদিকে সিলেট সহ সারাদেশের, বাজারে শীতের সবজি এলেও সেগুলোর দাম নাগালের বাইরে। এক কেজি শিমের দাম ১২০ থেকে ১৩০ টাকা। টমেটো ১০০ থেকে ১২০ টাকা। প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়।

 

সিলেটের  রাকিব আল মাহমুদ নামের একজন মানবাধিকার কর্মী,  বায়ান্ন টিভিকে  বলেন, করোনার কারণে মধ্য ও নিম্নবিত্তদের আয় অনেক কমেছে। কিন্তু ব্যয় কমেনি কোনো খাতে। আগের মতোই বাসা ভাড়া, গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল দিতে হয়। এর মধ্যে বাজারে এমন কোনো জিনিস পাওয়া যায় না, যার দাম কম। এভাবে দর বাড়তে থাকলে ভবিষ্যতে নিম্ন আয়ের মানুষের শহরে টিকে থাকা হুমকি হয়ে দাঁড়াবে।