বিমানবন্দরে যাত্রীদের ভুলে ফেলে যাওয়া বহু ব্যাগ তোলা হবে নিলামে

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২১ 503 views
শেয়ার করুন

 

বিমানবন্দরে পরে আছে বহু ব্যাগ। মালিক খুঁজে না পাওয়ায় এই ব্যাগগুলো নিলাম হয়ে যাবে। দীর্ঘদিন এসব ব্যাগের মালিক না নেওয়া পড়ে আছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

বিভিন্ন সময়ে বিদেশ থেকে আসা যাত্রীদের ভুলে ফেলে যাওয়া, লেফট বিহাইন্ড (যাত্রীর সাথে না আসা) হওয়া এসব ব্যাগ বিমানবন্দরের লস্ট এন্ড ফাউন্ডে জমা পড়ে আছে। ৩ মাসের বেশি সময় পড়ে থাকলে এসব ব্যাগ নিলামে তোলা হয়।

অনেক যাত্রী টিকিট কাটার সময় বিদেশের ফোন নাম্বার দিলেও দেশের মোবাইল নাম্বার দেন না। যার কারণে যাত্রীদের সাথে যোগাযোগ করে ব্যাগগুলো ফেরত দেওয়া সম্ভব হয় না। তাই কোন কারণে আপনার ব্যাগ না পেলে বিমানবন্দরের লস্ট এন্ড ফাউন্ডে অভিযোগ করুন। সুত্রঃ বাংলা এভিয়েশন।